এইচবিআরআই ও নেক্সটব্লক অটোক্লেভড চুক্তি সাক্ষর

বিশ্ব পরিবেশ দিবসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এবং বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনকারী ব্র‍্যান্ড ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর মাঝে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে সাক্ষর করেন এইচবিআরআই-এর প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান এবং ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার সাজ্জাদ। এই চুক্তির মূল লক্ষ্য […]

এইচবিআরআই ও নেক্সটব্লক অটোক্লেভডের চুক্তি

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও পরিবেশবান্ধব এএসি ব্লক উৎপাদনকারী ব্র্যান্ড ‘নেক্সটব্লক অটোক্লেভড’-এর মাঝে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন এইচবিআরআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান এবং ‘নেক্সটব্লক অটোক্লেভড’-এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার সাজ্জাদ। এ চুক্তির মূল লক্ষ্য হলো জলবায়ুবিষয়ক সমস্যাগুলো মোকাবেলা করার পাশাপাশি দেশের নির্মাণ শিল্পকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। —বিজ্ঞপ্তি

Call Now Button